পাঠকের ছবি

১ / ৮
বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে চলা নদীগুলোর মধ্যে অন্যতম তেঁতুলিয়া নদী। নদীতীরে জমে থাকা নুড়িপাথরের সঙ্গে ছুটে আসা জলের শব্দ সৃষ্টি করে এক অনবদ্য সুরের ঐকতান। ছবিটি সম্প্রতি ভোলা জেলার তেঁতুলিয়া নদীর তীর থেকে তোলা
ছবি: সুদীপ্ত কুমার দাস
২ / ৮
ধান মাড়াই চলছে। বড় বিলা পাড়, পীরগঞ্জ, রংপুর, ৫ মে
ছবি: মাসুদার রহমান
৩ / ৮
পড়ন্ত বিকেলে মেঠোপথ ধরে গরুর গাড়িতে ধান নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। কুলিয়া, চৌগাছা, যশোর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. শাহিন রেজা
৪ / ৮
গাছে গাছে শোভা পাচ্ছে গ্রীষ্ম মৌসুমের বেশ জনপ্রিয় পুষ্টিগুণসম্পন্ন রসালো জাতীয় ফল কাঁঠাল। বাড়ির পাশে, রাস্তার ধারে, গাছে ধরেছে প্রচুর পরিমাণে কাঁঠাল। গাইবান্ধার বল্লমঝাড় রোড এলাকা হতে ছবিটি সম্প্রতি তোলা হয়েছে
ছবি: কাওছার আহাম্মেদ
৫ / ৮
চরের মধ্যে মই দিয়ে জমি চাষ করছেন কৃষক রফিকুল (৫৫)। মই দেওয়ার পর জমিতে পাট বুনবেন তিনি। ছবিটি সম্প্রতি যমুনার চর থেকে তোলা
ছবি: সাজেদুর আবেদীন শান্ত
৬ / ৮
কৃষকের খেতে ঝুলে আছে শসা। নখার পাড়া গ্রাম, পীরগঞ্জ, রংপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মাসুদার রহমান
৭ / ৮
কৃষিপ্রধান বাংলাদেশের দিগন্তবিস্তৃত ফসলের মাঠে সবুজ ধান। এ বছর ফলনও বেশ ভালো হয়েছে। ছবিটি গত বৃস্পতিবার বিকেলে ভোলার বোরহানউদ্দিন থেকে তোলা
ছবি: সুদীপ্ত কুমার দাস।
৮ / ৮
নদী খননের কাজ চলছে যার মাধ্যমে নদী ফিরে পাবে হারানো রূপ। ছবিটি বালিহুদা ব্রিজ, জীবননগর, চুয়াডাঙ্গা থেকে তোলা হয়েছে
ছবি: মো. শাহিন রেজা