নাগরিক ছবি

১ / ১৪
প্রজাপতি। কাজিপাড়া, মিরপুর, ২৩ এপ্রিল
ছবি: প্রীতম মণ্ডল, ঢাকা।
২ / ১৪
করোনার মহামারিকালে এক বছর ধরে বন্ধ প্রাথমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। বাড়িতে মন বসে না, তাই বন্ধ স্কুলের মাঠে খেলা করে শিশুরা। সবার মতো প্রিয় স্কুলের বারান্দায় রোজ এসে দাঁড়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী পাখি। বন্ধ স্কুলের পিলার ধরে দাঁড়ালে একচিলতে রোদে পুড়ছিল মলিন পাখির মুখ আর এই মায়াটুকু ক্যামেরায় ফ্রেমবন্দী করার প্রয়াস। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর বেতবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
৩ / ১৪
জীবন–জীবিকা যেমনই হোক না কেন, হাসিই যেন তাঁর সরল জীবনের বেঁচে থাকার মন্ত্র। বালাসি ঘাট, গাইবান্ধা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মাসুদার রহমান
৪ / ১৪
গ্রামের পুকুরে জমে থাকা কচুরি ফুল দিয়ে খেলায় মত্ত শিশুরা। ছবিটি সম্প্রতি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে তোলা
ছবি: কারিমুল হাসান লিখন
৫ / ১৪
বেঁচে থাকার চেষ্টা। বাঁশবাড়ি, রুহিয়া, ঠাকুরগাঁও। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আপেল মাহমুদ
৬ / ১৪
মহামারি করোনার কারণে সবকিছু থেমে আছে। তাই বলে কি ঈদের আনন্দ থেমে থাকতে পারে? ঈদের জন্য হাতের মেশিনে ময়দা দিয়ে সাদা সেমাই তৈরি করা হচ্ছে। নগরপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৫ এপ্রিল
ছবি: রাসেল আহমেদ
৭ / ১৪
প্রায় দুই যুগ আগে গ্রামের নারীরা এ রকম নকশার কাঁথা সেলাই করতেন। এই নকশার নাম চিংড়ির ঠ্যাং। কারণ, এটা অনেকটা চিংড়ি মাছের ঠ্যাংয়ের মতো। আমরা জানি, নকশি কাঁথা বাংলার লোকসংস্কৃতির এক বৈচিত্র্যময় উপাদান। আর এই সংস্কৃতি ধরে রাখার দায়িত্বও আমাদের। ছবিটি তোলা হয়েছে যশোরের অভয়নগর থানার নাউলী গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের উঠান থেকে
ছবি: ফারহানা ইয়াসমিন
৮ / ১৪
বোরো মৌসুমে ধান মাড়াইয়ের কাজে ব্যবহারের জন্য চাহিদা বাড়ায় বাঁশের তৈরি সরঞ্জাম নিয়ে বসে আছেন বিক্রেতা। পীরগঞ্জ বাজার, রংপুর, ২৩ এপ্রিল
ছবি: মাসুদার রহমান
৯ / ১৪
একসময় মানুষের সুখ–দুঃখের কথাগুলো জমা হতো এই বাক্সে। মুঠোফোন আসার পর থেকে এই বাক্স গুরুত্বহীন হয়ে পড়েছে। তাই তো আজ অযত্ন ও অবহেলায় তার শরীরে মরীচিকা ধরেছে। ছবিটি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তোলা
ছবি: হাসানুর রহমান
১০ / ১৪
দেশের প্রথম রেলস্টেশন, জগতি, কুষ্টিয়া। ১৮৬২ সালে দর্শনা থেকে জগতি পর্যন্ত দেশের প্রথম রেললাইন স্থাপন করা হয়। ছবিটি ২৪ এপ্রিল তোলা।
ছবি: আবু আফজাল সালেহ
১১ / ১৪
দীর্ঘ অপেক্ষা ও পরিশ্রমের পর কৃষকের স্বপ্নগুলো এবার ঘরে তোলার পালা। কৃষিশ্রমিকদের নিয়ে সোনালি ধান কাটার আয়োজন সম্পূর্ণ করে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ছবিটি সম্প্রতি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রাম থেকে নেওয়া
ছবি: মো. মহিউদ্দিন প্রধান
১২ / ১৪
জীবিকার সন্ধানে। করোনাকালের লকডাউনে পেটের তাগিদে আফজাল মিয়া খেলনা বিক্রি করছেন। দেইলপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২২ এপ্রিল
ছবি: রাসেল আহমেদ
১৩ / ১৪
কঠোর পরিশ্রমে ভরা খেতের সোনালি ধান নিয়ে কৃষক পরিবারটি বাড়ি ফিরছে। ছোট বিল, পীরগঞ্জ, রংপুর, ২৪ এপ্রিল
ছবি: মাসুদার রহমান
১৪ / ১৪
গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) দোয়া ও ইফতারের আয়োজন করে৷ ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে নিরাপত্তাকর্মীদের নিয়ে এই দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হন সংগঠনের সাবেক সদস্যরা
ছবি: মো. রাকিবুল হাসান