হবিগঞ্জে ধ্রুপদি পরিবারের ‘নামমাত্র দামে ভালোবাসার বাজার’

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে করোনা মহামারির দুঃসময়ে স্বল্প আয় এবং বিপদগ্রস্ত মধ্যম আয়ের মানুষের জন্য সামাজিক সংগঠন ‘ধ্রুপদি পরিবার’ আয়োজন করেছে ‘নামমাত্র দামে ভালোবাসার বাজার’। বাজারমূল্যের অর্ধেকেরও কম দামে মানুষের হাতে চাল, ডাল, তেল, চিনি, আলুসহ নানা রকম সবজি তুলে দেয় তারা।

চুনারুঘাট উপজেলার উত্তরবাজারে গতকাল শনিবার এ সেবা দেওয়া হয় প্রায় ৫০০ পরিবারকে। আজ রোববার চুনারুঘাটের দক্ষিণ বাজারে আয়োজিত স্টল থেকে প্রয়োজনীয় এসব পণ্য ৪০ শতাংশ দামে কিনছে আরও প্রায় ৫০০ পরিবার।

ছবি: সংগৃহীত

ধ্রুপদি পরিবারের নতুন–পুরোনো সবার অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হচ্ছে। তাঁরা বলেন, নানা ধরনের সেবা কার্যক্রম চালিয়ে তাঁরা নানাভাবে থাকতে চান মানুষের কল্যাণে। ঈদের আগে সুবিধাবঞ্চিত দুই শতাধিক পরিবারের পাশে ‘এক প্যাকেট ঈদের মিষ্টি হাসি উপহার’ শিরোনামে আরেকটি বিনা মূল্যে সেবা কার্যক্রমের প্রস্তুতিও নিচ্ছে ধ্রুপদি।

সমাজসেবায় ব্রত ধ্রুপদি পরিবারের জন্ম ২০০৪ সালে। ২০১৫ সালে এ সংগঠনটি সমাজসেবায় অবদানে তরুণদের জন্য জাতীয় পর্যায়ে একমাত্র পুরস্কার প্রথম ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ লাভ করে।

*লেখক: ডা. মহিউদ্দিন কাউসার, প্রতিষ্ঠাতা সভাপতি, ধ্রুপদি পরিবার