পথশিশুদের স্বপ্ন পুষে ‘রোয়ার ফর স্ট্রিট চাইল্ড’

মাধ্যমিকের গণ্ডি পেরোনো কিছু স্বপ্নবাজ তরুণের হাত ধরে ২০২০ সালের মে মাসে পথচলা শুরু করে রোয়ার ফর স্ট্রিট চাইল্ড (আরএসসি)। পথশিশুদের স্বপ্নরাশি হাতের মুঠোয় ধরিয়ে দেওয়া, দেশের অলিগলিতে ঘুরে বেড়ানো প্রতিভাবান পথশিশুদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দেওয়া আর তাদের শিক্ষা ও বাসস্থান তথা মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যমাত্রা নিয়ে নিরলসভাবে ছুটে বেড়াচ্ছেন অদম্য তরুণেরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। করোনার এই ক্রান্তিকালেও স্বল্প সময়ে তাঁরা নিয়েছেন অনেক প্রশংসনীয় উদ্যোগ। সফলতার সঙ্গে প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করে হাসির ফুটিয়েছেন একঝাঁক পথশিশুর চোখেমুখে। ‘একবেলা আহার কর্মসূচি’, ‘ঝরা বকুলের গল্প শোনো’, ‘আই হ্যাভ আ ড্রিম’, ‘প্রজেক্ট সুনামগঞ্জ’, ‘আলোকিত পাহাড়’, ‘প্রজেক্ট খাগড়াছড়ি’, ‘শীতে ফুটুক নগরফুল’, ‘হ্যাপি এক শ’ এসব কার্যক্রমের মধ্যে অন্যতম। সৃজনশীলতা আর নান্দনিকতায় পরিপূর্ণ প্রতিটি কর্মসূচি।

এসব স্বকীয় কর্মসূচির মাধ্যমে পথশিশুদের একবেলা আহার, এতিমখানা ও পাহাড়ি স্কুলে ক্যাম্পেইন, ট্যালেন্ট, গিফট বক্স বিতরণসহ তাঁরা করছেন একের পর এক নানান আয়োজন। সম্প্রতি পাহাড়ি এলাকা ঘুরে সুবিধাবঞ্চিত শিশুদের দীর্ঘদিনের অব্যক্ত স্বপ্নের কথাগুলো লিপিবদ্ধ করে রূপান্তরিত করেছেন বাস্তবতায়। পূরণ হয়েছে কারও স্কুলব্যাগ, ঘড়ি, জুতা, টি-শার্ট, খেলনা, ক্রিকেট ব্যাট অথবা ফুটবল কেনার স্বপ্ন।

এখন পর্যন্ত স্কুল ও কলেজ পর্যায়ের প্রায় ১৫০ সদস্য এই প্ল্যাটফর্মে কাজ করছেন। কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এবার সারা দেশ থেকে সদস্য সংগ্রহ করছে সংগঠনটি। স্কুল ও কলেজপড়ুয়া ভিন্ন ভিন্ন ক্যাম্পাসের নতুন ১৫০ সদস্য অন্তর্ভুক্ত করবে তারা। পুরো দেশের শিক্ষাপ্রতিষ্ঠান তথা শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে নেওয়া হয়েছে এই উদ্যোগ।

সংগঠনের উদ্যোক্তারা জানান, পরিবর্তনের মানসিকতা থেকেই এর যাত্রা শুরু। সমাজের উচ্চবিত্ত মানুষেরা নিজের সন্তান এবং পথশিশুর মধ্যে যেন পার্থক্যের প্রাচীর না গড়েন, সুবিধাবঞ্চিত শিশুরা যেন স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পায়, সে লক্ষ্য নিয়েই কাজ করছেন স্বেচ্ছাসেবীরা।

স্বপ্নবাজ এই টিম কঠোর পরিশ্রম দিয়ে পাল্টাতে চায় দেশের চেহারা। প্রত্যেক আরএসসিয়ানের লক্ষ্য আলোকিত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। তাঁরা চান, সুবিধাবঞ্চিত শিশুদের আর্তনাদের বার্তা পৌঁছে যাক দেশজুড়ে, পথশিশুদের ভরসার প্রতীক হোক আরএসসি আর পথশিশুদের ভালোবাসুক সবাই।

*লেখক: শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, মুরারিচাঁদ কলেজ, সিলেট