নাগরিক ছবি

১ / ৬
সমুদ্র থেকে ধরা মাছ বেলা শেষে চলছে বণ্টন। সমুদ্রসৈকত, টেকনাফ, কক্সবাজার, ১৯ নভেম্বর।
ছবি: নিজাম উদ্দীন
২ / ৬
বরেন্দ্র জনপদে ধান কাটা শেষ। চলছে রবিশস্য রোপণের তোড়জোড়। মাঠে চাষের জন্য পাওয়ার টিলার নৌকা করে নিয়ে যাচ্ছেন কৃষক ও কৃষিশ্রমিকেরা। পূর্ণভবা নদী, নিতপুর, পোরশা, নওগাঁ, ১৯ নভেম্বর।
ছবি: শামীনূর রহমান
৩ / ৬
সাধারণত হেমন্তের পরই আসে শিশিরভেজা, কুয়াশাছন্ন শীত। নিয়ম ভেঙে এবার একটু আগেই ধরায় শীতের আগমন ঘটেছে। ঘাসের ডগায় লেগে থাকা শিশিরবিন্দু তা স্পষ্টভাবে জানান দিচ্ছে। বোদা উপজেলা, পঞ্চগড়, ২০ নভেম্বর।
ছবি: আজাহার ইসলাম
৪ / ৬
রৌদ্রোজ্জ্বল শীতের সকালে মুনিয়া পাখির ছন্নছাড়া জীবন। গোলাবাড়িয়া গ্রাম, সদর, গোপালগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: ইফতেখার আহমেদ অর্ণব
৫ / ৬
মহিষ চরানোর দৃশ্য আবহমান বাংলার প্রতিচ্ছবি। যদিও এখন এমন দৃশ্য চোখে পড়া ভার। ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন কৃষিশ্রমিক। বালাশহীদপাড়া, নিতপুর ইউনিয়ন, ঝিনাইকুড়ি, পোরশা উপজেলা, নওগাঁ, ১৮ নভেম্বর।
ছবি: শামীনূর রহমান
৬ / ৬
হেমন্তের শিশিরভেজা সকাল। মির্জাগঞ্জ, পটুয়াখালী, ১৭ নভেম্বর।
ছবি: মো. সাদিকুল ইসলাম