নাগরিক ছবি

১ / ৫
গ্রামের মেঠোপথ। দুপাশে সরিষা খেত। রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অনিক আহমেদ
২ / ৫
‘জুম পাহাড়ের সঞ্চারিত প্রাণে, উষ্ণতা ছড়ুক ভালোবাসায়’ স্লোগান সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনডিজিনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ৪ জানুয়ারি রাঙ্গামাটিতে ও ১ জানুয়ারি খাগড়াছড়িতে শীতার্ত মানুষের মধ্যে ২৬৫টি কম্বল ও ৫০০ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করে
ছবি: এস আহমেদ ফাহিম
৩ / ৫
নতুন জামায় ছেলের বুকটা ঢাকা থাকলেও, নিয়ত আলী ফকিরের মতো পিতার বুক ছেঁড়াই থাকে আজন্মকাল...। ছবিটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
৪ / ৫
শীত, ঘন কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ। এর মধ্যেও থেমে নেই গ্রামীণ জনপদে কৃষকদের জীবন। বসে থাকার কোনো উপায় নেই এসব জনপদের মানুষদের। ভোর হতে না হতেই ছুটতে হয় কাঁধে ভার নিয়ে মাঠের বিভিন্ন কাজ করতে। কষ্ট স্বীকার করেই বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যাচ্ছেন কৃষক। ছবিটি নওগাঁর সদর উপজেলার তিলেকপুর শান্তির মোড় এলাকা থেকে ৫ জানুয়ারি তোলা
ছবি: শামীনূর রহমান
৫ / ৫
খেতে ফুটে আছে ফুল। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. ফুয়াদ হাসান