ইউল্যাবে অনুষ্ঠিত হলো ডেয়ারিং ডিবেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের প্রতিযোগী দল ‘আইবিএ ডিইউ ওয়ান’ বাংলাদেশ চ্যাপ্টারের চ্যাম্পিয়ন হয়েছে
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব)
গত শনিবার (১৭ অক্টোবর) ‘ডেয়ারিং ডিবেট-বাংলাদেশ চ্যাপ্টার’–এর প্রথম আসর সফলভাবে অনুষ্ঠিত হয়েছে অনলাইনে। ডিফিকাল্ট ডায়লগের উদ্যোগে এবারের আসরের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারী ১০টি দেশের তরুণদের মধ্যে ক্রিটিক্যাল থিংকিং এবং পলিসি আইডিয়েশনের ধারণা ছড়িয়ে দেওয়া।

দুই দিনের এ প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ, ঢাবি) প্রতিযোগী দল ‘আইবিএ ডিইউ ওয়ান’ বাংলাদেশ চ্যাপ্টারের চ্যাম্পিয়ন হয়।

ইউল্যাব ডিবেটিং ক্লাবের উদ্যোগে এবং বাংলাদেশ ডিবেটিং কাউন্সিলের সহায়তায়, ১২টি বিশ্ববিদ্যালয় থেকে ২০টি দল গ্লোবাল ফাইনালে তাদের স্থান নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ৯ম গ্লোবাল সাসটেইনেবিলিটি ফিল্ম অ্যাওয়ার্ডসের অংশ হিসেবে গ্লোবাল ফাইনাল ১৬ নভেম্বর ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ইউল্যাব উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক এবং উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা বক্তব্য দেন।

প্রতিযোগিতাটির মূল বিচারক সভায় ছিলেন সুদীপ্ত আর আহমেদ, আলিয়া ফাইরুজ ও ইনকিয়াদ পাটওয়ারী। প্রতিযোগিতায় বিতর্কের মধ্যে শিশুসাহিত্য, নারীর ক্ষমতায়ন এবং ভিজিল্যান্ট জাস্টিস, সংবাদপত্রের মালিকানা এক করার ওপর নিষেধাজ্ঞা জারি, বৈশ্বিক সরকারব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সুদীপ্ত আর আহমেদ বলেন, আমরা চেষ্টা করি আমাদের আলোচ্য বিষয়গুলো এমনভাবে সাজাতে যেন তা আমাদের সমালোচনামূলক চিন্তা করার জায়গাটি আরও উন্মুক্ত করে দেয়। আমাদের মূল লক্ষ্য এমন সব বিষয়ের ওপর আলোকপাত করা, যা নিয়ে কথা বলা খুব জরুরি কিন্তু কেউ বলছে না।

ডেয়ারিং ডিবেট হলো ভারতনির্ভর ডিফিকাল্ট ডায়লগের অংশ যা পলিসি প্রণয়নকারী এবং বেসরকারি সংস্থার মধ্যে বন্ধন তৈরি করা নিয়ে কাজ করে। এ বছর ডিফিকাল্ট ডায়লগ, টিভিইর (টেলিভিশন ফর দ্য এনভায়রনমেন্ট) সঙ্গে দলবদ্ধ হতে কাজ করছে পরিবেশসম্পর্কিত থিম নিয়ে গ্লোবাল সাসটেইনেবিলিটি ফিল্ম অ্যাওয়ার্ড আয়োজন করার লক্ষ্যে।
বিজ্ঞপ্তি